ঝিনাইদহে হাসিবুল ইসলাম নামে ছয় মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাসিবুল ইসলাম সদর উপজেলার তিওরদাও গ্রামের মৃত ছোরাপ আলীর ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, মাদক মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি হাসিবুল দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাস টার্মিনাল এলাকায় হাসিবুল অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে সহকারী উপ-পরিদর্শক সোহাগ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসিবুলকে রবিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।