• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

টঙ্গী প‌শ্চিম থানার পুলিশ ব্যারাকে মিললো এসআইয়ের মরদেহ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
ফাইল ছবি: এসআই মিল্টন কুণ্ডু

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার পুলিশ ব‌্যারাক থেকে মিল্টন কুণ্ডু নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ব্যারাক থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন সহকর্মীরা। এসআই মিল্টনের মৃত্যুর কারণ জানা যায়নি।

মৃত পুলিশ সদস্যের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বুধপাশা গ্রামে। তিনি টঙ্গী পশ্চিম থানায় কর্মরত ছিলেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন এস আই মিল্টন কুণ্ডু। যোগদানের পর থেকেই সবসময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন তিনি। কাজকর্মেও তেমন মনোযোগী ছিলেন না।

তার পূর্বতন কর্মস্থল পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুবাইলে কর্মরত অবস্থায় এসআই মিল্টনকে প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকতে দেখা যেত। একাধিকবার তিনি মানসিক সমস্যার কথাও জানান।

বর্তমান কর্মস্থল টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম বলেন, একজন এস আইয়ের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ