বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর অংশ হিসেবে আরামবাগের নটরডেম কলেজ এলাকার দোকানপাট বন্ধ করে দিচ্ছে পুলিশ। ভ্রাম্যমাণ হকারও বসতে বা থাকতে পারছে না রাস্তায়।
আজ শনিবার বিএনপি নয়াপল্টনে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করেছে। জামায়াতে ইসলামীও শাপলা চত্ত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। পুলিশ আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতকে দেয়নি। এ অবস্থায়ও টানটান উত্তেজনা বিরাজ করছে পল্টন, মতিঝিল, বিজয়নগরসহ আশপাশের এলাকায়। নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। শাপলা চত্বরেও গাড়ি ঢুকতে পারছে না।
এদিকে পুলিশ মতিঝিলে শনিবার কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রায় ৩০০ পুলিশের সুসজ্জিত ও প্রশিক্ষিত সদস্য নিয়ে কয়েকটি দলে বিভক্ত করে নিরাপত্তার দায়িত্বে রাখা হয়েছে। এছাড়াও আর্মার্ড ভেহিকেল, জলকামান, পিপার স্প্রে এবং অন্যান্য অস্ত্রসজ্জিত হয়ে আছে পুলিশ। নিরাপত্তায় কোনো ধরনের ফাঁকফোকর নেই বলে জানান একজন কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।