• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

ঢাবিতে তালা দিতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের দুই নেতা

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

বিএনপির ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচির সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিভিন্ন ফটকে তালা লাগানো এবং ব্যানার টাঙাতে গেলে মারধরের শিকার হন ঢাবি ছাত্রদলের দুই নেতা।

ঢাবি ছাত্রদলের দাবি, মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগতরাতে কার্জন হল এলাকায় ছাত্রলীগের নির্যাতনের শিকার হন ওই দুই জন। পরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

বুধবার (১৫ নভেম্বর) এ বিষয়ে জানতে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদকে পাওয়া যায়নি।

জানা গেছে, মারধরের শিকার হওয়া দুই ছাত্রদল নেতা হলেন– ঢাবি ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অমর একুশে হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি জসিম খান এবং ঢাবি ছাত্রদলের প্রচার সম্পাদক ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক।

ঢাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ ও মুজিব হলের (জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) যুগ্ম সাধারণ সম্পাদক আকাশকে চিনতে পেরেছি। বাকিদেরও চিহ্নিত করা হবে। আমাদের দুই নেতাকে মারধর করে রক্তাক্ত করার জবাব দিতে হবে ছাত্রলীগকে।’

এ দিকে ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ‘নাশকতা করতে এসে তারা মারধরের শিকার হয়েছে। তারা শাহবাগ এলাকায় ককটেল রাখার স্বীকারোক্তি দিয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে তাদের গণধোলাই দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, যে আগুন নিয়ে আসবে তার হাত ভেঙে দিতে হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ছাত্রলীগ প্রস্তুত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ