বগুড়া সদরে ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী মজিবর রহমান (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ন্যাংড়া বাজারে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত মজিবর বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা সরদারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তিনি নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
বগুড়া সদর থানা পুলিশের এসআই নূর জাহিদ নিয়ন জানান, সোমবার সকালে মজিবর ঘোড়াধাপ বন্দরের দিক থেকে বাইসাইকেল নিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে ন্যাংড়া বাজার এলাকায় পেছন দিক থেকে মালবাহী একটি ট্রাক মজিবরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরেই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।