আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। এই সভায় আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী চূড়ান্ত করবে। দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন। সায়েম খান বলেন, দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমাদান কার্যক্রম শেষ হয়েছে। মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে এ সভা হবে। সংসদীয় আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সংসদীয় আসনের প্রার্থী চূড়ান্ত করতে সভার প্রথম দিনে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সভা অনুষ্ঠিত হবে। গত শনিবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সভাপতি শেখ হাসিনা।
এরপর দলীয় প্রধানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। আর দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
গত শনিবার থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত (সকাল ১০টা থেকে বিকাল ৪টা) দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া হয়। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৩ হাজার ২৬২ জন।