• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৩১ অপরাহ্ন

১২ দলীয় জোটের মুখপাত্র সেলিম, ইবরাহিম-বুলবুল বহিষ্কার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

১২ দলীয় জোটের মুখপাত্র করা হয়েছে জোটের শরিক বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে। একইসঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ায় জোট থেকে বহিষ্কার করা হয়েছে সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বধীন বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগকে।

বুধবার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে ১২ দলীয় জোটের নতুন মুখপাত্র শাহাদত হোসেনের  এ তথ্য নিশ্চিত করেছেন। সেলিম বলেন, আজকে আমাদের জোটের মিটিং ছিল। সেখানে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি ও মুসলিম লীগকে ১২ দলীয় জোট থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহীম এতদিন ১২ দলীয় জোটের মুখপাত্র ছিলেন। আজ তার নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। একইসঙ্গে ওই জোট নির্বাচনে ১০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ