দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে রাজধানীতে মিছিল হয়েছে।
ষষ্ঠ দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার সকালে বের করা মিছিলটি রাজধানীর নটরডেম কলেজের সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
দক্ষিণ কেরানীগঞ্জসহ ঢাকা জেলার বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।