• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ১৩ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন জেলা প্রশাসক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

গোপালগঞ্জের ১৩ দরিদ্র শিক্ষার্থীকে পরীক্ষার ফি হিসাবে আর্থিক সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। এসব শিক্ষার্থীরা আর্থিক অস্বচ্ছলতার কারণে আসন্ন এসএসসি পরীক্ষার ফরম ফিলাপের টাকা জমা দিতে পারছিল না।

জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে তারা আবেদন করলে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক তার অফিস কক্ষে এসব শিক্ষার্থীদের সহায়তা প্রদান করেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, যে সব অস্বচ্ছল শিক্ষার্থী টাকার অভাবে ফরম ফিলাপের টাকা সংগ্রহ করতে পারছিল না তারা আমার কাছে আবেদন করেছিল। তাদের আবেদন যাচাই-বাছাই করে ১৩ জনকে ৩৫ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের তুলি সিকদার, মুন্নী খানম ও বৈশাখী খানম জানায়, পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে তারা পরীক্ষার ফি’র টাকা সংগ্রহ করতে পারছিল না। জেলা প্রশাসকের কাছে তারা আবেদন জানায়। প্রয়োজনীয় ফরম ফিলাপের টাকা পেয়ে তারা খুশি। বাবা-মাকে আর চিন্তা করতে হবে না। ভালোভাবে লেখা-পড়া করে ভাল রেজাল্ট উপহার দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ