রংপুর ও রাজশাহী বিভাগে ৭২ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। কিছু পুরোনো এমপি বাদ পড়েছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে দলীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, `আগামী ২৫ তারিখ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় বোর্ড চলবে। আজকে দুই বিভাগের ৭২ জন প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে রংপুরে ৩৩ জন ও রাজশাহীর ৩৯ জন দলীয় মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পুরোনো কিছু এমপি বাদ পড়েছে। নতুনদের সুযোগ দেওয়া হয়েছে। তরুণদের গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এলাকায় যাদের জনপ্রিয়তা আছে সেই প্রার্থীকে গুরুত্ব দেওয়া হয়েছে। যারা রাজনীতির বাইরেও পরিচিত মুখ তাদেরকে গুরুত্ব দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘দল থেকে যাদেরকে মনোনীত করা হবে সেই দলীয় প্রার্থীর তালিকা একসঙ্গে ঘোষণা করা হবে। বিএনপির হরতাল অবরোধ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘কতবারই তো বলল নির্বাচন হতে দেবে না। এজন্য হরতাল-অবরোধ অনেক বার ডেকেছে কিন্তু সেটা প্রত্যাহার করেনি।’
জোট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জোট নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। তবে এই নির্বাচন জনগণ গ্রহণ করেছে। সারাদেশে নির্বাচনকে কেন্দ্র করে একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নির্বাচন উপলক্ষে জোট হতে পারে বিভিন্নভাবে। কার সঙ্গে জোট হবে, কে কার সঙ্গে জোট করবে, জোটের বিষয়টি শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে এখনই বলা মুশকিল।’
‘এখনো অনেক সময় আছে। কাজেই অনেকে আসতে পারে। এমনও দল আসতে পারে যেটা আপনিও ভাবছেন না, আমিও ভাবছি না।’ বলেন ওবায়দুল কাদের।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।