রাজশাহীতে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে প্রাথমিক অবস্থায় আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জামিরুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যারা এ ঘটনায় জড়িত আছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।