লালমনিরহাটে কালীগঞ্জে পুকুরে ডুবে রিয়াদ বাবু (০২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকালে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কালীবাড়ি রুদ্রেশ্বর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
রিয়াদ বাবু একই গ্রামের মো: মতিনুর রহমানের ছেলে।
কাকিনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তাহির তাহ জানান, রিয়াদ বাড়ির পাশে খেলাধুলা করছিল হঠাৎ সবার অজান্তে সে পুকুরে পড়ে যায়। তার লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পরিবারের লোকজনকে খবর দেয়। পরে খবর পেয়ে স্বজনরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির শিশু রিয়াদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।