বিএনপির ডাকা নবম দফার ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ রবিবার সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রাজধানীর রামপুরা-বাড্ডা এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় অবরোধকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। উপস্থিত নেতৃবৃন্দ খালেদা জিয়াসহ সব কারাবন্দী নেতাকর্মীর মুক্তির দাবি জানান। এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক কাজী শামসুল হুদা, ঢাবি ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন প্রমুখ।