বিএনপির ডাকা কর্মসূচির সঙ্গে মিল রেখে এবার সারাদেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয় দলটি। আগামী বুধবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত অবরোধ ডেকেছে তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধ ও বৃহস্পতিবার) যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে গণঅধিকার পরিষদ।
পাশাপাশি দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের জনগণকে অবরোধ পালনের আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।