চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর মাদরাসার সামনে মাইক্রোবাসের ধাক্কায় হারেজ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা-দামুড়হুদা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারেজ দামুড়হুদার বিষ্ণুপুর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। পেশায় তিনি ভ্যানচালক ছিলেন।
জানা গেছে, সকালে ভ্যান নিয়ে বের হয়ে বিষ্ণপুর গ্রাম থেকে এক ছাত্রীকে উজিরপুর মাদরাসায় নিয়ে আসেন হারেজ আলী। এ সময় ওই ছাত্রীকে মাদরাসায় নামিয়ে দিয়ে ভ্যান ঘোরানোর সময় চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদা অভিমুখে যাওয়া বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন হারেজ আলী। স্থানীয়রা ও মাদরাসার শিক্ষকরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিসহ চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।