সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও অবৈধ নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে মশাল মিছিল করেছে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
সোমবার সন্ধ্যায় মিছিলটি বের করা হয়। এ সময় মিছিল থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের মশাল মিছিলের কারণে উত্তাল হয়ে উঠে নাঙ্গলকোট উপজেলা সদর। মশাল মিছিলে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।