• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পূর্বাহ্ন

সড়কে পড়ে ছিল এএসআই বাতেনের রক্তাক্ত লাশ,

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

রাজধানীর রায়েরবাগে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় আবদুল বাতেন (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

বাতেন ঢাকার গেণ্ডারিয়া থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের ডেমরা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মধুসূদন দাস বলেন, পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন বাতেন। রাত সোয়া ৯টার দিকে রায়েরবাগের মূল সড়কে একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১০টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ট্রাফিক পুলিশ সদস্য নাসরুল হাসান বলেন, রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকার সড়কে বাতেন মোটরসাইকেল নিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। উপস্থিত লোকজন জানিয়েছেন, মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত ট্রাক নিয়ে পালিয়ে যান চালক।

নিহতের স্ত্রী ফারজানা আক্তার ঝর্ণা সাংবাদিকদের জানান, পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন বাতেন। তাদের বাড়ি নরসিংদীর বেলাবর আউলিয়াকান্দা গ্রামে। এক ছেলে ও দুই মেয়ে রয়েছে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ