• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
 প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে সল্লা ও হাতিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিহাতী উপজেলার দেউপুর গ্রামের দুলাল শেখের ছেলে দেলোয়ার হোসেন (৫৬) ও সল্লা গ্রামের মৃত আব্দুলের ছেলে সামছুল (৫৮)। দেলোয়ার ছিলেন অটোভ্যানের চালক ও সামছুল ছিলেন রিকশাচালক। একই ট্রেনের ধাক্কায় মারা যান তারা।

টাঙ্গাইলের রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, দেলোয়ার হোসেন হাতিয়া ও সামছুল আলম সল্লা এলাকায় লেভেলক্রসিং পার হচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীল সাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। পরে লাশের সুরতহাল রিপোর্ট ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ দু’টি হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ