রিজভীর মিছিল থেকে যুবদল নেতা সাজ্জাদ সহ-কয়েকজনকে আটকের অভিযোগ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর মিছিল থেকে পল্টন থানা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদসহ কয়েকজনকে আটকের অভিযোগ করা হয়েছে।
সরকার পতনের এক দফা দাবিতে হরতাল পালনে মঙ্গলবার সকালে রাজধানীতে মিছিল করে বিএনপি। রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, ‘হরতালের সমর্থনে আজকের মিছিল থেকে ফেরার পথে সাজ্জাদসহ কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা এখন মতিঝিল থানায় আছেন।