কুমিল্লার চৌদ্দগ্রামে সেচ পাম্প চালু করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহার মিয়া(৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১০টায় উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আলী আহাম্মদ মাস্টার বাড়ির মরহুম আলী আকবরের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ জাবেদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিচ সেচ পাম্প চালু করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন বাহার মিয়া। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে বাহার মিয়াকে উদ্ধার শেষে স্থানীয় ধোড়করা বাজারে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বিশিষ্ট সমাজসেবক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাহার মিয়ার মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে’।