• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

খানসামায় ডাম্পট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নারী নিহত, শিশু আহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

ডাম্পট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই সন্তানের জননী নাজমা বেগম (২৫) নামে এক নারী নিহত এবং শান্ত (২) নামে এক শিশু আহত হয়েছে। এ সড়ক দূর্ঘটনাটি গত ১৯ ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক বিকাল ৫টায় দিনাজপুরের খানসামা উপজেলার খানসামা-দারোয়ানী আঞ্চলিক সড়কের টংগুয়া দলবাড়ি নামক স্থানে ঘটেছে। নিহত নাজমা বেগম রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের মনিরুল ইসলামের স্ত্রী এবং দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাটের নওশের আলীর মেয়ে। আহত শান্ত (২) তাদের ছেলে।

থানা পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে-মনিরুল ইসলাম তার স্ত্রী-সন্তানসহ ৪জন মোটরসাইকেল যোগে রংপুরের গঙ্গাচড়া মর্ণেয়া গ্রাম থেকে বীরগঞ্জ উপজেলার লাটেরহাটে শ্বশুড়বাড়ি যাওয়ার পথিমধ্যে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ি নামকস্থানে পৌঁছলে ডাম্পট্রাকের সাথে মুখোমখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুইজন আরোহী রাস্তার উপরে ছিটকে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকটি গৃহবধূ নাজমা বেগমকে চাপা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসি ডাম্পট্রাক বন্ধের দাবিতে প্রায় ঘন্টাব্যাপি ওই সড়ক অবরোধ করে রাখে। প্রশাসনের হস্তক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক হয়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে গুরুতর আহত শিশু শান্তকে উদ্ধার করে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।

খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দিন নিহতের দাফন কার্য সম্পাদনের জন্য তার পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ