আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বরিশাল-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
বুধবার উজিরপুর উপজেলার গুঠিয়া এলাকা থেকে প্রচারণা শুরু করেন তিনি।
এ সময় সাংবাদিকদের মেনন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থেকে টোকাই দিয়ে ২১টি গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তাদের সে আশা পূরণ হবে না, জনগণ নির্বাচনমুখী।
মেনন বলেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবেন। বর্তমানে বিদেশিদের তেমন কোনো চাপ নেই। কারণ তারা দেখছে দেশ অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন খান, গুঠিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান আওরঙ্গজেব হাওলাদার।
রাশেদ খান মেনন দিনভর বরিশাল-২ আসনের গুঠিয়া বন্দর, দাসেরহাট, নারায়নপুর, পঞ্চগ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গণসংযোগ করেন।