নোয়াখালী-৫ আসনের নৌকার মাঝি ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোট চেয়ে গণসংযোগ করেছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কোম্পানীগঞ্জের শান্তির হাট, রংমালা বাজার, নতুন বাজার, বাংলা বাজারসহ বিভিন্ন স্থানে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে নিয়ে তিনি নির্বাচনী গণসংযোগ করেন।
সকাল থেকেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজ আসনে নৌকা প্রতীকের জন্য ভোট চান। এসময় দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর পর গতকাল শুক্রবার প্রথম এসেছেন নিজ আসনে। বিকেলে কোম্পানিগঞ্জের বসুরহাটে পথসভায় বক্তব্য রাখেন তিনি। আর আজ বিকেলে কবিরহাটে পথসভায় বক্তব্য রাখবেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত করতে পারবে। আর ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।