• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্ট : সিলেটে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিলেট বিভাগীয় প্রতিনিধিরা।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয় সিলেটের স্থানীয় এক হোটেলে। এতে বিএনপির পক্ষে অংশ নেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, সিলেট সিটি কপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী।

বৈঠক সূত্র জানিয়েছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে উভয় পক্ষের মধ্যে।

তবে, এ ব্যাপারে সভায় উপস্থিত বিএনপি নেতাদের কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি।

সূত্র জানিয়েছে, বৈঠকে দলটির নেতারা ইইউ প্রতিনিধিদলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনও নির্বাচন নয়। নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য—প্রমাণও দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ