সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি চলছে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে সুপ্রিম কোর্ট বার ভবনের প্রবেশমুখে তারা এ কর্মসূচি পালন করছেন।
আন্দোলন বর্জন কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, এড. গাজী কামরুল ইসলাম সজল, এড. সৈয়দ মামুন মাহবুব। আইনজীবীরা আদালত বর্জনের সমর্থনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
গত ২৭ ডিসেম্বর এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপিপন্থী আইনজীবীরা। ১-৭ জানুয়ারি আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারা দেশের আদালত বর্জনের ঘোষণা দিয়ে রেখেছেন তারা।