যানজটের নগরীতে স্বস্তি হয়ে এসেছিল মেট্রোরেল। কিন্তু ঢাকা মেট্রোরেলই যেন এখন অস্বস্তির কারণ হয়ে উঠছে।
সিগন্যাল সিস্টেমে ত্রুটির কারণে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে মেট্রোরেল শিডিউল মতো চলছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিডিউলে সকাল ৮টা থেকে ১০ মিনিট বিরতির কথা বলা হলেও ১৫-২০ মিনিট বিরতিতে ট্রেন আসছে বলে জানিয়েছেন যাত্রীরা। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলামও এ তথ্য নিশ্চিত করেছেন।
সকালে মেট্রোরেলে নিয়মিত চলাচলকারী একুশ তপাদার বলেন, ‘আজ সকাল থেকে দুইটা লাইনে লেট ১০/১৫ মিনিট বেশি করে। মতিঝিল টু উত্তরা উত্তর একদম অচল অবস্থা। ২৫ মিনিট পর পর এত ঘন ঘন সমস্যা হলে মুশকিল।
মফিজুর রহমান নামের আরেক যাত্রী বলেন, নিয়মিত সমস্যা হলে মেট্রোরেল যাত্রীদের আস্থা হারাবে।
সকালে ট্রেন চলাচল শুরু পর চারটি ট্রিপ শেষে এই সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘সিগন্যাল সিস্টেমে সমস্যার কারণে মেট্রো চলাচল স্থগিত করা হয়নি। বরং ট্রেন চলাচল বিলম্বিত হচ্ছে।
এই সমস্যার দ্রুত সমাধান হয়ে যাবে বলে মনে করেন তিনি। এর গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোরেলের তারে ঘুড়ি আটকে যাওয়ায় ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল।