জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে সোমবার (১৮ মার্চ) আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এদিন বেলা ১১টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা আওয়ামী লীগ ভবনে এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।
১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি নেয় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে ১৮ মার্চ সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে।