সহিংসতা ও পুলিশ হত্যা মামলাসহ আট মামলায় আগাম জামিন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। শ্রাবণের পক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি জানান, গত বছরের ২৮শে অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশে সংঘর্ষের ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত ৮টি মামলায় জামিন পান কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।