ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনারের সারাহ কুক-এর সাথে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বারিধারার ব্রিটিশ হাই কমিশনার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যা চলে দুপুরে একটা পর্যন্ত।
বৈঠকের পর ব্রিটিশ হাই কমিশনারের অফিসিয়াল পেইজে এ বিষয়ে ছবি পোস্ট করা হয়েছে। এ বিষয়টি স্বীকার করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সৌজন্য সাক্ষাৎ ও চায়ের দাওয়াতে গেছেন বিএনপির নেতারা।
বৈঠকে বিএনপি পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।