• শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাতে পড়েছিল রিকশাচালকের লাশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ। অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

প্রযুক্তির সহায়তার নিহতের নামপরিচয় জানার চেষ্টা চলছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ