• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন

দরজা ভেঙে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
প্রতীকী ছবি

রাজধানীতে বাসার দরজা ভেঙে নাজমুল হাসান (৭২) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ মে) দুপুরের দিকে রাজধানীর বিজয়নগর এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র দে জানান, তারা খবর পেয়ে সেই বাসায় যান। পরে ৭নং বিজয়নগর এলাকার একটি বাসার নিচ তলায় এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর মরদেহটি তারা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

পুলিশ কর্মকর্তা জানান, বৃদ্ধ নাজমুল হাসান বাড়িটিতে একাই থাকতেন। তিনি অবিবাহিত ছিলেন। মরদেহটি উদ্ধারের সময় তার শরীরে পচন ও পোকা ধরেছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে নিহতের বোন নার্গিস বেগম গণমাধ্যমকর্মীদের কাছে কোনো তথ্য দিতে চাননি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এক বৃদ্ধের মরদেহ এসেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ