• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:০০ পূর্বাহ্ন

রেমালের প্রভাবে রাজধানীতে দমকা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টি

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৭ মে, ২০২৪
সংগৃহীত ছবি

বাংলাদেশের উপকূল অতিক্রম শেষ করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্র। সারাদেশের ন্যায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে রাজধানীতেও। ঘূর্ণিঝডড়ের প্রভাবে ঢাকায় দমকা বাতাসের সঙ্গে ঝরছে বৃষ্টি। সোমবার ভোর থেকেই এই অবস্থা শুরু হয়।

সোমবার ভোর থেকেই রাজধানীজুড়ে থেমে থেমে আসা দমকা বাতাসের সঙ্গে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।

এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে উপকূলে আঘাত হেনেছে। রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, ভোলাসহ উপকূলের বিভিন্ন জেলায় ঝড়ো হাওয়া বয়ে যায়। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ থেকে ১২০ কিলোমিটার। এর প্রভাবে বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়।

বৈরী আবহাওয়ার কারণে রবিবার বিকাল ও সন্ধ্যা থেকে বাগেরহাট, ভোলা, পটুয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

ভোলায় রেমালের আঘাতে ঘর চাপা পড়ে মনেজা খাতুন (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনেজা লালমোহন পশ্চিম চরউমেদ ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

এদিকে ঝড়ে জেলার বিভিন্ন এলাকায় ২০-২৫ টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। বাঁধ ধসে প্লাবিত হয়েছে অন্তত ৩০ গ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ