• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খানের নতুন মাইলফলক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ৩১ মে, ২০২৪

পাকিস্তানের অলরাউন্ডার ক্রিকেটার শাদাব খান ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি নতুন মাইলফলক অর্জন করেছেন। সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে শততম ম্যাচ খেলে পাকিস্তানের ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড করলেন এই অলরাউন্ডার।

২৫ বছর বয়সি চতুর্থ পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১০০ টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যা এর আগে শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ এবং অধিনায়ক বাবর আজমের এই রেকর্ড ছিল।

এদের মধ্যে শীর্ষে রয়েছেন শোয়েব মালিক। তিনি খেলেছেন ১২৩টি টি-টোয়েন্টি ম্যাচ এবং বাবর ও হাফিজ খেলেছেন ১১৯টি ম্যাচ। শাদাবের ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০৭ উইকেট রয়েছে, যা তাকে টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি উইকেট শিকারি হলে তিনি।

শাদাব ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৬২৫ রান, দলের জন্য মূল্যবান অলরাউন্ডার হিসাবে তার অবদান চোখে পড়ার মতো।

এ ছাড়া পাক অধিনায়ক বাবর আজমও প্রথম পাকিস্তানি ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৪ হাজার রান করেছেন। বাবর ১১২টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৪ হাজার ২৩ রান। তার ওপরে রয়েছেন ভারতে ক্রিকেটার বিরাট কোহলি, তার সংগ্রহ ১০৯ ম্যাচে ৪ হাজার ৩৭ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ