• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন

প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ১ জুন, ২০২৪

বিশ্ব ক্রিকেটে অপরিচিত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রে শনিবার (বাংলাদেশ সময় রবিবার সকাল সাড়ে ছয়টা) শুরু হতে যাচ্ছে ক্রিকেটের অন্যতম বড় টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতোমধ্যে বেশিরভাগ ওয়ার্মআপ ম্যাচও হয়ে গেছে। শেষদিন (শনিবার) ওয়ার্মআপ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি বৈরী আবহাওয়ায় ভেস্তে যাওয়ায় টাইগারদের সামনে সুযোগ শেষবারের মতো নিজেদের ঝালাই করে নেবার। অন্যদিকে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আর কন্ডিশন বুঝে নেয়াই ভারতের লক্ষ্য।

নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি এ যুগের বিস্ময়। একটা পার্ক মাত্র ৫ মাসে পূর্ণাঙ্গ ভেন্যুতে রূপ পাবে তা কে ভেবেছিল? তবে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি আর অদম্য ইচ্ছায় অসম্ভবকে সম্ভব করেছে। মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম সবকিছুই হয়েছে বিশ্বমানের।
এ মাঠেই ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। হোক তা ওয়ার্ম আপ ম্যাচ। এ দু’দলের লড়াই মানে বাড়তি রোমাঞ্চ কাজ করে।

টিম ইন্ডিয়ার বিপক্ষে গা গরমের ম্যাচ মানে নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ টাইগারদের। তবে এ ম্যাচে অনেকই বোঝা যাবে ব্যাটিং অর্ডার কেমন হতে যাচ্ছে। লিটনের ওপর আরও একবার ভরসা করবে নাকি তানজিদ-সৌম্যে আস্থা রাখবে। নেটে বল করলেও এ ম্যাচে তাসকিনকে নিয়ে হয়ত ঝুঁকি নিবে না টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান লম্বা সময় ব্যাটিং সেশন করেছেন। তবে অধিনায়ক চান যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের আকুণ্ঠ সমর্থন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ