রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মঙ্গলবার (০৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালকসহ গাড়িটি জব্দ করেছে পুলিশ।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ওই ব্যক্তি মোটরসাইকেলে করে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তখন একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তিনি নিজেই ওই কাভার্ডভ্যানটি জব্দসহ চালককে আটক করা হয় এবং গুরুতর আহত হওয়া ওই ব্যক্তিকে হাসপাতালে নেই। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।