চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রাক বোঝাই মালামালের সঙ্গে আটকে যাওয়া বৈদ্যুতিক তার অপসারণের সময় বিদ্যুৎস্পৃষ্টে মো.রফিক (৫৫) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ জুন) ভোরে বোয়ালখালী পৌরসভার জমাদার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. রফিক রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. মহিউদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মো. রফিক স্থানীয় একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মালামাল নিয়ে জমাদার হাট গিয়েছিলেন। এসময় রাস্তার ওপর ঝুলতে থাকা বৈদ্যুতিক তার ট্রাকের মালামালের সঙ্গে আটকে যায়। ট্রাকচালক তা সরিয়ে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা.সাবরিনা বলেন, ‘সকাল ৭টার দিকে রফিক নামের এক ট্রাকচালককে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।’