• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

টিকিট ছাড়া কোনো যাত্রী স্টেশনে গেলেই ফেরত

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১২ জুন, ২০২৪

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। আজ থেকে শুরু হয়েছে ট্রেনে ঈদ যাত্রা। গত ২ জুন যারা টিকিট ক্রয় করেছিলেন তারা আজ ভ্রমণ করতে পারছেন।

বুধবার (১২ জুন) সরেজমিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশন এলাকায় ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের ক্ষেত্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

সব যাত্রীদের টিকিট যাচাই করছেন ট্রাভেলিং টিকিট এক্সামিনার (টি.টি.ই)। কোনো যাত্রী টিকিট দেখাতে ব্যর্থ হলে তাদের স্টেশনে প্রবেশের গেট থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্নে করতে আমরা সবধরনের প্রস্তুতি নিয়েছি। যাত্রীদের যেন কোনো ভোগান্তি না হয় সেদিকে খেয়াল রাখছি। টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ