টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার জুয়েল এবং বাদশা।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, সকালে জুয়েল এবং বাদশা মোটরসাইকেল যোগে ঘাটাইল যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুইজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করলেও এর চালক পালিয়ে যায় বলেও জানান তিনি।