• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম:

নোয়াখালীতে পানির নিচে মিলল মাদরাসাছাত্রের মরদেহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর পানির নিচে পাওয়া গেছে এক মাদরাসাছাত্রের মরদেহ। গতকাল বুধবার (১২ জুন) রাত সোয়া ৯টার দিকে জেলার সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার পুকুর থেকে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

আব্দুল মান্নানের পরিবারের অভিযোগ, মাঝে মাঝে মাদরাসা থেকে পালানোর কারণে এক শিক্ষক তাকে শাস্তি হিসেবে মারধর করত। এ ঘটনায় ওই শিক্ষক জড়িত থাকতে পারেন বলে সন্দেহ তাদের।

ওসি বখতিয়ার উদ্দিন জানান, নিহত মো. আব্দুল মান্নান (১৩) উপজেলার নাটেশ্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর মির্জানগর গ্রামের কামাল হোসেনের ছেলে। সে পূর্ব নাটেশ্বর গ্রামের দারুল আরকাম ইসলামিয়া মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র ছিল।

পুলিশ জানায়, দুদিন আগে মাদরাসার পুকুরে গোসল করতে যায় মান্নান। এরপর থেকে সে নিখোঁজ ছিল। গতকাল বুধবার বিকেল ৫টার দিকে মাদরাসার ছাত্ররা অজু করতে গেলে মান্নানের মরদেহ পুকুরের ঘাটের নিচে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি বখতিয়ার উদ্দিন আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ