টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাকের ধাক্কায় শিশুসহ প্রাইভেটকারের তিন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত আড়াইটার দিকে উপজেলার বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, দুটি প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বাগুটিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন মারা যান, আহত হন আরও তিনজন।