• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

ডিএসসিসির এলাকায় বর্জ্য দেখলেই কল দিতে হবে যে নম্বরে

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ১৬ জুন, ২০২৪

কোরবানির হাট ও পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকিতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। খোলা হয়েছে হটলাইন নম্বর।

ঈদের সময় ডিএসসিসির এলাকায় বর্জ্য দেখলেই কল দিয়ে জানাতে হবে এসব নম্বরে। ডিএসসিসি জানায়, কোরবানির পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না হলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২২২৩৩৮৬০১৪ নম্বরে কল দিতে হবে। সিটি কর্পোরেশনের কর্মীরা বর্জ্য অপসারণে উদ্যোগ নেবে।

এদিকে, কোরবানির বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিলের ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি জানায়, সুষ্ঠুভাবে বর্জ্য অপসারণের জন্য ডিএনসিসিতে কন্ট্রোল রুম স্থাপনের ওয়ার্ডভিত্তিক তদারকি টিম গঠন করা হয়েছে। গত বছর আট ঘণ্টারও কম সময়ে বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছিল ডিএনসিসি। এ বছর টার্গেট ৬ ঘণ্টায়। সব কাউন্সিলর, কর্মকর্তা ও পরিচ্ছন্নকর্মীর সার্বক্ষণিক থাকার নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

এবারের ঈদে দুই সিটি কর্পোরেশন ৪০ হাজার মেট্রিক টনের বেশি বর্জ্য সরানোর প্রস্তুতি নিয়েছে। এর জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতাকর্মী আর হাজারের বেশি যান-যন্ত্রপাতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ