• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন

সড়কে ঝড়লো দুই বন্ধুর প্রাণ

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

পাঁচ বন্ধু প্রাইভেটকার নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। রাজধানী শেরেবাংলা নগর এলাকা বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরও ৩ জন।

ঈদুল আজহার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন, মো. সায়েম রেজা রাব্বি (২৮) ও মোহাম্মদ রাসেল (৩০)।

আহতরা হলেন, রাতুল, সাগর, বিপ্লব। তাদের মধ্যে ২ জনকে ঢাকা মেডিকেলে এবং অন্য একজনকে আরেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা সাইফুল ইসলাম রাজু জানান, ঈদের রাতে পাঁচ বন্ধু প্রাইভেটকারে ঘুরতে বের হয়। শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারের সামনে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকারের পাঁচজন গুরুতর আহত হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ও বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। আরো একজনকে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ