• মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

পুতিন পিয়ংইয়ং সফরে 

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৯ জুন, ২০২৪

অবশেষে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে অবতরণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিকভাবে ২৪ বছর পর তিনি উত্তর কোরিয়া সফর করছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জুন) রাতে তিনটার দিকে পুতিনকে বহনকারী বিশেষ বিমানটি পিয়ংইয়ংয়ে অবতরণ করে। এ সময় তাকে বিমানবন্দরের স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাস এ খবর জানিয়েছে।

এই সফরে দুই নেতা রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে শক্ত বন্ধনের বহিঃপ্রকাশ। পুতিনের নীতি উপদেষ্টা ইউরি উশাকভও ইঙ্গিত দিয়েছেন যে দুই দেশ একটি নিরাপত্তা অংশীদারিত্ব স্বাক্ষর করতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর ২০০০ সালে তিনি উত্তর কোরিয়া সফর করেছিলেন। তখন দেশটির নেতৃত্বে ছিলেন কিম জং ইল, যিনি ২০১১ সালে মারা যান। পরে তার ছেলে কিম জং উন তার স্থলাভিষিক্ত হন।

তাস জানিয়েছে, রুশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পিয়ংইয়ংয়ে পুতিনের সঙ্গে সফর করছেন। এর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, প্রথম উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ, উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক, প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ, উপ প্রতিরক্ষা মন্ত্রী আলেক্সি ক্রিভোরুচকো, স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো, পরিবহন মন্ত্রণালয়ের প্রধান রোমান স্টারোভয়েট, রাশিয়ার মহাকাশ সংস্থা রোসকসমস ইউরি বোরিসভের প্রধান, রাশিয়ান রেলওয়ের প্রধান ওলেগ বেলোজারভ, রাশিয়ার সুদূর পূর্বের প্রিমোরির গভর্নর ওলেগ কোজেমিয়াকো রয়েছেন।

পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কমপক্ষে ৯ ঘন্টা কাটাবেন। স্থানীয় সময় দুপুরে আনুষ্ঠানিক স্বাগত অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।

তারপর বেশ কয়েকটি যৌথ নথি স্বাক্ষর ও সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সফর শেষ হবে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনের শেষ দেখা হয়েছিল রাশিয়ায়। তখন রাশিয়ার এই বৈঠকেই কিম রুশ নেতাকে তার সুবিধামতো সময়ে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ