• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মুয়াজ্জিনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : শুক্রবার, ২১ জুন, ২০২৪

কক্সবাজার জেলা শহরে পাহাড় ধসে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) ভোরে বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—স্থানীয় ওমর ফারুক জামে মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী মাইমুনা আক্তার।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির বলেন, ‘আমার এলাকায় পাহাড় ধসে দুজনের মৃত্যু হয়েছে। রাতভর বৃষ্টির কারণে হঠাৎ ভোররাতে পাহাড় ধসে পড়ে। তখন ফায়ার সার্ভিস এবং পুলিশকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে আসার আগেই স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের উদ্ধার করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

কাউন্সিলর জানান, নিহত আনোয়ার হোসেন বাদশা ঘোনা এলাকার ওমর ফারুক জামে মসজিদের মোয়াজ্জিন। সাত মাস আগে তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাইমুনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ