তুরস্কের দক্ষিণ-পূর্ব কুর্দি প্রধান অঞ্চলের কয়েকটি গ্রামে দাবানল ছড়িয়ে পড়ায় অন্তত ১১ জন নিহত এবং কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা শুক্রবার দিয়ারবাকির এবং মারদিন শহরে রাতভর দাবানলে এ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ পোস্টে বলেছেন, দাবানলের আগুনে ৭০ আহত হয়েছেন। তাদের মধ্যে কমপক্ষে পাঁচজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফসলের খড় পোড়ানোর মধ্য দিয়ে আগুনের সূত্রপাত। পরে বাতাসে তা কোকসালান, ইয়াজসিসেগি এবং বাগাসিক গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, রাতের আকাশে বিশাল অগ্নিকাণ্ডের মতো ধোঁয়ার মেঘ বাতাসে উড়ছে।
দিয়ারবাকিরের গভর্নর আলী ইহসান সু জানিয়েছেন, ঘটনাস্থলে চারটি জরুরি দল এবং ৩৫টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। শুক্রবারের মধ্যে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন।
সূত্র: আল জাজিরা