• রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:০২ অপরাহ্ন

ভয়াবহ দাবানলে তুরস্কে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুন, ২০২৪

দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দি অঞ্চলে ভয়াবহ দাবানলে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা যোগাযোগ মাধ্যমে এই মৃতের সংখ্যা ঘোষণা করেছেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, দিয়ারবাকির এবং মারদিন প্রদেশে আগুন ছড়িয়ে পড়েছে এবং এতে আরও ৭৮ জন আহত হয়েছেন। এছাড়া এই দাবানলে শত শত প্রাণীরও মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এই দাবানল সৃষ্টির জন্য ‘ফসলের গোড়া পোড়ানোকে’ দায়ী করেছেন। ফসল কেটে নেওয়ার পর মাটিতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশে আগুন দেয় কৃষকরা, এখান থেকেই দাবানল ছড়িয়েছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর ধারণা।

শনিবার (২২ জুন) রাতে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে এই দাবানল শুরু হয় এবং শুক্রবার পর্যন্ত আগুনে কয়েকশ প্রাণী মারা গেছে। গত সপ্তাহে তুরস্কের বেশিরভাগ অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে গিয়েছিল। আর এর জেরেই দেশটির বন ও বিভিন্ন এলাকা শুকিয়ে গেছে।

এর আগে ২০২১ সালের গ্রীষ্মে এমই এক আগুনে উপকূলীয় রিসোর্ট পুড়িয়ে দিয়েছিল এবং সেসময় ৯ জনের মৃত্যুও হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ