• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০২ অপরাহ্ন

পিরোজপুরে পিকআপভ্যানের চাপায় মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ জুন, ২০২৪

পিরোজপুরে স্বজনদের বিদায় জানাতে এসে পিকআপভ্যানের চাপায় মা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। আজ সোমবার (২৪ জুন) সকালে জেলার ভান্ডারিয়া-তুষখালী-মঠবাড়িয়া সড়কে দক্ষিণ ইকরি গ্রামে এ ঘটনা ঘটে।

ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতরা হলেন- ঝুমাইয়া আক্তার (৩২) ও তার শিশুকন্যা হাওয়া (৯)।

পুলিশ জানায়, আজ সোমবার সকালে স্বজনদের চট্টগ্রামের বাসে তুলে দেওয়ার জন্য ইকরি গ্রামের সাহেববাড়ি নামক স্থানে রাস্তার পাশে অপেক্ষায় করছিল ঝুমাইয়াসহ তার স্বজনরা। এ সময় মঠবাড়িয়ার দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঝুমাইয়া ও হাওয়ার মৃত্যু হয়।

এ সময় আহত হয় আরও চারজন। আহতরা হলেন- ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (২৮), হোসেন (৩২)। আহতদের উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

এসআই মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে যায়। তবে পিকআপটি আটক করা হয়েছে। এ ঘটনায় গাড়ির স্টাফ সন্দেহে একজনকে আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ