• সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন

চতল বিলে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চতল নামক বিল থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) দুপুরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

খবর পেয়ে ভাঙ্গা থেকে পুলিশ ও সাংবাদিকেরা ঘটনাস্থলে যান। সেখানে চতুর্দিকে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। নিহতের মাথা ও পায়ের হাড় বেরিয়ে গেছে। বেশ কিছুদিন যাবত মরদেহ সেখানে ফেলে রাখা ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৯ কিলোমিটার বিস্তৃত চতল বিলটি দুর্গম হওয়ায় সেখানে জনমানুষের বিচরণ কম। বর্ষায় সেখানে নিচু জমিতে পানিতে ডুবে যাচ্ছে। সকালে একজন গ্রামবাসী সেই পানিতে জাল পাততে এসে মরদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশকে খবর দেন।

অজিত সাহা নামে স্থানীয় ওই গ্রাম পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ভাঙ্গা থানার সংশ্লিষ্ট বিট অফিসারকে অবগত করে ঘটনাস্থলে যান। এ সময় তিনি সালোয়ার পরিহিত মরদেহ দেখতে পান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহেন শাহ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে। পুলিশ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ