দুদলের জন্য হতাশা ঘোচানোর মঞ্চ। জিতলে প্রথমবার বিশ্বজয়ের তকমা পাবে দক্ষিণ আফ্রিকা। ভারত জিতলে তাদেরও ফুরাবে ১১ বছরের অপেক্ষা। এমন ম্যাচে ব্যাট করতে নেমেই রেকর্ড গড়ে ফেলেছে ভারত।
বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করে ভারত। আগে ব্যাট করে বিরাট কোহলির ব্যাটে চড়ে ভারত সংগ্রহ করেছে ১৭৬ রান। যেই রানটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
বিশ্বকাপের ফাইনালে যে কোনো দলের আগের সর্বোচ্চ ছিল ১৭৩ রানের। সেটি ছিল ২০২১ সালে অস্ট্রেলিয়ার। এবার সেই রেকর্ডটা নিজেদের করে নিয়েছে ভারত।
অবশ্য ভারতের এই রেকর্ড আজই ভাঙতে পারে দক্ষিণ আফ্রিকা। যদি ভারতের রান টপকে জয়ের সুযোগ পায় দক্ষিণ আফ্রিকা তাহলে তারাই হয়ে যাবে এই রাকর্ডের মালিক।
ভারতের রেকর্ড গড়া ইনিংসে ব্যাট হাতে সর্বোচ্চ ৭৬ রান করেন বিরাট কোহলি। এদিন ব্যাট হাতে ভারতের শুরুটা হয়েছিল ঝোড়ে। মার্কো ইয়ানসেনের প্রথম ওভারে কোহলি ও রোহিত মিলে তোলেন ১৫ রান। দ্বিতীয় ওভারেও কেশভ মহারাজের প্রথম দুই বলে চার মারেন রোহিত। তবে, তৃতীয় বলেই স্কয়ার লেগে হেনরিখ ক্লাসেনের হাতে ধরা পড়েন তিনি। আউটের আগে করেন ৫ বলে ৯ রান। এর পর একে তিন টপ অর্ডারকে হারায় ভারত। তবে স্রোতের বিপরীতে থেকে ইনিংস বড় করেন কোহলি। তার ব্যাটে চড়েই বড় পুঁজি পায় ভারত