• মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১১ পূর্বাহ্ন

‘ভুলে’ পেনাল্টি দেওয়া হয়নি ব্রাজিলকে, স্বীকার করলো কনমেবল

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত হয়েছে ব্রাজিলের। তবে কলম্বিয়ার সঙ্গে শেষ ম্যাচে ড্র করায় তারা এই পর্বে উঠেছে গ্রুপ রানার্স আপ হয়ে।

কোয়ার্টার ফাইনালে সেলেসাওদের তাই মুখোমুখি হতে হবে উরুগুয়ের।
কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করার ম্যাচটিতে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে সমালোচনা তৈরি হয়। ডিফেন্ডার দানিয়েল মুনেস বক্সের ভেতরে ফেলে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়রকে। কিন্তু সেটি পেনাল্টি দেননি রেফারি।

ম্যাচের ৪২তম মিনিটের এই ঘটনায় পেনাল্টির জোরালো দাবি তুলেছিলেন ব্রাজিলের ফুটবলাররা। কিন্তু ভেনেজুয়েলার রেফারি হেসুস ভালেনজুয়েলা ফাউলের বাঁশি বাঁজাননি। ধরতে পারেননি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকা আর্জেন্টিনার মাউরো ভিগিলিয়ানোও।

তাদের এই ভুল স্বীকার করে নিয়েছে কোপা আমেরিকার আয়োজক সংস্থা কনবেল। এক বিবৃতিতে তারা বলেছে, ‘পেনাল্টি বক্সের ভেতরে ওই চ্যালেঞ্জে ডিফেন্ডার বলে পা ছুয়াতে পারেননি। এর ফল হিসেবে, তার কাজটা ঠিক হয়নি। রেফারি বিষয়টি পর্যবেক্ষণ করতে পারেননি ও খেলা চালিয়ে যেতে দিয়েছেন। ’

‘ভিএআরও এটা বের করতে পারেনি যে ডিফেন্ডার বল ছুতে পারেননি ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে বেপেরোয়াভাবে আঘাত করার আগে। এজন্য ভিএআরও ভুলভাবে মাঠের সিদ্ধান্তকে নিশ্চিত করেছে। ’

ওই সিদ্ধান্তে ব্রাজিলকে বেশ ভুগতে হয়েছে। ড্র করায় এখন গ্রুপ সি এর সেরা দল উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টারে লড়তে হবে তাদের। এ ম্যাচে তারা পাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রকেও। ওই সিদ্ধান্ত নিয়ে দলটির কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘এই ঘটনার পর আমরা গোল হজম করেছি। শুধু রেফারি আর ভিএআরই পেনাল্টি দেখেনি, যেটা নিশ্চিতভাবেই ছিল। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ